স্টাফ রিপোর্টার ::
মেসার্স হক ব্রিক্স ১ম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহামেডান একাদশ। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফ্যান্টম ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
ম্যাচের শুরুতে থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলের লড়াই জমে উঠে। গ্যালারিভর্তি দর্শক খেলোয়াড়দের নৈপুণ্য দেখে মুগ্ধ হন। তারা করতালির মাধ্যমে তাদের উৎসাহ দিতে থাকেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে গোলের দেখা পায় মোহামেডান একাদশ। দলের হয়ে কাক্সিক্ষত গোলটি করেন ২৭ নাম্বার জার্সিধারী খেলোয়াড় নূর।
পরবর্তীতে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ফ্যান্টম ফুটবল ক্লাব। তবে মোহামেডানের শক্তিশালী রক্ষণভাগে তাদের আক্রমণ বারবারই প্রতিহত হয়। নির্ধারিত সময় শেষে রেফারি বাঁশি বাজিয়ে ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন মোহামেডানের খেলোয়াড় এবং সমর্থকরা। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি হোসেন আহমদ রাসেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী নাসরীন রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, নাজির হোসেন, মেসার্স হক ব্রিকসের স্বত্বাধিকারী ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক, সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ রাজরান।
প্রসঙ্গত, মেসার্স হক ব্রিকসের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হকের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে গত ৮ অক্টোবর মাঠে গড়ায় সুনামগঞ্জ ১ম বিভাগ ফুটবল লিগ। লিগটির ব্যবস্থাপনায় ছিল জেলা ফুটবল এসোসিয়েশন। লিগে মোট ১০টি দল অংশগ্রহণ করে। টিমগুলো হল- আবাহনী এফসি, মোহামেডান ¯েপার্টিং ক্লাব, শাহবাগ ¯েপার্টিং ক্লাব, সামিউন এফসি, টার্গেট ¯েপার্টিং ক্লাব, হিড়িক গ্রুপ ¯েপার্টিং ক্লাব, রিয়েল বেঙ্গল ক্লাব, ফ্যান্টম এফসি, রাগীব রাবেয়া ¯েপার্টিং ক্লাব ও জহিরুল এফসি।