স্টাফ রিপোর্টার ::
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর টোল দিয়ে প্রথম রাণীগঞ্জ সেতু পার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। রাণীগঞ্জ সেতু হয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
রবিবার দুপুরে রাণীগঞ্জ সেতুর আধুনিক টোল প্লাজায় নির্দিষ্ট পরিমাণের টোল প্রদান করে সেতুতে আনুষ্ঠানিকভাবে পরিবহন চলাচলের উদ্বোধন করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, এই সেতু জনগণের সেতু, বাংলার জনগণের সেতু। সকল স¤পদের মালিক জনগণ। এটি জনগণের স¤পদ, জনগণের সেতু। আমরা ভাটি এলাকার মানুষ খুব খুশি। আমাদের রাজধানী ঢাকায় যাওয়ার আরেকটি রাস্তা খুললো। দুই থেকে আড়াই ঘণ্টা সময় বাঁচবে। অনেক পরিবর্তন হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের আরও অনেক সেতু নির্মাণ করতে হবে। আরও অনেক সড়ক নির্মাণ করতে হবে। প্রধানমন্ত্রীকে সঙ্গে পেলে, তাঁর নেতৃত্ব পেলে আগামী কয়েক বছরে ভাটি অঞ্চল রূপান্তর করতে পারবো।
গাড়ি দিয়ে সেতু পার হয়ে মন্ত্রী এমএ মান্নান বলেন, খুব ভালো অনুভূতি, চমৎকার অনুভূতি। আমাদের এলাকার সাধারণ মানুষ হেঁটে, রিকসা, বাস, ট্রাকে করে এই সেতু পার হবে। এটি আমার আনন্দের বিষয়।