1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

কৃষির উৎপাদন বাড়াতে হবে

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতেও। চরম মন্দার পথে বিশ্ব অর্থনীতি। অর্থনীতিবিদদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই বড় বিপর্যয়। আমরা বিশ্ব অর্থনীতির বাইরে নই। আমাদের অর্থনীতির বড় অংশ দখল করে আছে তৈরি পোশাক রফতানি এবং বৈদেশিক রেমিট্যান্স। আমাদের পোশাকের প্রধান ক্রেতা ইউরোপের দেশগুলো। কিন্তু সেসব দেশেও মন্দা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি এড়াতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এখনই কৃষির উৎপাদন বাড়ানোর প্রতি জোর দেওয়া প্রয়োজন।
আমাদের অত্যাবশ্যকীয় পণ্যের প্রায় সবকটি আসে আমাদের কৃষি থেকে। তাই কৃষকদের প্রতি নজর দেওয়া আমাদের কর্তব্য। শুধু ধান উৎপাদনই নয়, কৃষির প্রতিটি সেক্টরে উৎপাদন বাড়তে হবে। সেইসঙ্গে কৃষক তাদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। মৎস্য, পোলট্রি, খামারি এবং দুগ্ধ খাতে বিশেষ নজর দিতে হবে। কৃষি পণ্যের পরিবহন ব্যবস্থা বৃদ্ধি করে এসব সবজির সঠিক দাম নিশ্চিত করতে হবে।
দেশের ৫ কোটি কৃষক যদি তাদের ফসল উৎপাদন চালিয়ে যেতে পারে তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব। দেশের মঙ্গলের কথা চিন্তা করে সকলের শ্রেণির মানুষের উচিত কৃষি কাজে মনোনিবেশ করা। ভুলে গেলে চলবে না কৃষি আমাদের আদিম পেশা। তাই দেশের স্বার্থে সবাইকে কৃষির প্রতি জোর দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com