শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের পশ্চিমের হাওর থেকে এক কৃষকের ৫টি গরু ধরে নিয়ে ২টি গরু জবাই করে খেয়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টায় পাথারিয়া গ্রামের পশ্চিমে নদীয়া কাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাথারিয়া গ্রামের লন্ডন প্রবাসী মৃত রওশন আলীর ছেলে শামছুল ইসলাম রাজা মিয়া (৬০) ও একই গ্রামের মৃত আব্দুল জুনুরের ছেলে ইমান আলী (৩৫)-কে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাথারিয়া গ্রামের শরীফ আলীর লোকজনদের সাথে প্রতিপক্ষ শামছুল ইসলাম গংদের বিরোধ ছিল। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শরীফ আলী ও তার সাথে থাকা রাকিব আলী তাদের পাঁচটি গরু হাওরে চড়ানোর জন্য নদীয়া কাড়া এলাকায় নিয়া যায়। তখন প্রতিপক্ষের লোকজন শামছুল ইসলাম ও ইমান আলী গং শরীফ আলী ও রাকিব আলীকে মারপিট করে তাদের ৫টি গরু জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং ২টি গরু জবাই করে খেয়ে ফেলে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে মামলা দায়ের করেন পাথারিয়া গ্রামের লাল মিয়ার ছেলে কৃষক শরীফ আলী। শান্তিগঞ্জ থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ২০/২৫ জনসহ এজাহার নামীয় ১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাথারিয়া গ্রামের লন্ডন প্রবাসী মৃত রওশন আলীর ছেলে শামছুল ইসলাম (৬০) ও একই গ্রামের মৃত আব্দুল জুনুরের ছেলে ইমান আলী (৩৫)-কে আটক করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদ্বয় এফআইআরভুক্ত আসামি হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার (৬ নভেম্বর) তাদেরকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হবে। বাকি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।