স্টাফ রিপোর্টার ::
জাতীয় সমবায় দিবসে ‘কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন’ সমবায় শ্রেণিতে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের আফজালাবাদ গবাদিপশু ও কৃষি সমবায় সমিতি লি.।
শনিবার দুপুরে জাতীয় সমবায় দিবসে আফজালাবাদ গবাদিপশু ও কৃষি সমবায় সমিতিকে শ্রেষ্ঠ জাতীয় সমবায় পুরস্কার -২০২১ প্রদান করা হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির কোষাধ্যক্ষ ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভার শুরুতে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদ প্রমুখ।