জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ৪ জন আহত হন। এর মধ্যে একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মামলা সূত্র ও আহত পরিবারের লোকজনসহ স্থানীয়রা জানান, গত ২ নভেম্বর সন্ধ্যায় জগন্নাথপুর সরকারি কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্থানীয় জালালপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ফয়েজ আহমদ (২৫), তার ভাই রেজুয়ান আহমদ (১৫), বাড়ি জগন্নাথপুর গ্রামের মুহিবুর রহমানের ছেলে রায়হান মিয়া (১৯), কেশবপুর গ্রামের হীরা সরকারের ছেলে মিলন সরকার (১৮) আহত হন। আহতদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত ফয়েজ আহমদ এখনো ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
এ ঘটনায় আহত সহোদরের পিতা নুরুল আমিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই আবদুস ছাত্তার জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।