দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে ১১০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ আংগুর মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়। সে মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইরফান আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে এসআই মো. আসলাম হোসেনের নেতৃত্বে এএস আই নুর আহমদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাটাখালি বাজারের পাশে আহমদ নগর নামক স্থান থেকে ১১০ পিস ইয়াবা ও নাম্বারবীহীন একটা গ্ল্যামার মোটর সাইকেলসহ আঙ্গুর মিয়াকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানার এস আই মুহাম্মদ আসলাম হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দোয়ারাবাজার থানার মামলা নং-০৬/১৬০।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।