1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিশ্বম্ভরপুরে ভূমি দখল : প্রশাসনিক প্রতিকার চাই

  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

‘দখলচ্যুতি’ বলে একটি কথা আছে। এটি আসলে অর্থশাস্ত্রের একটি পারিভাষিক শব্দ। শব্দটির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, ‘একটি সামাজিক শ্রেণী কর্তৃক বাধ্যতামূলকভাবে অন্য একটি শ্রেণীর সম্পত্তি হরণ।’ এটা ঘটতে পারে বিনাক্ষতিপূরণে বা ক্ষতিপূরণসহ। ইতিহাসে এই দখলচ্যুতি ঘটেছে ব্যাপক পরিসরে। যেমন পুঁজির আদি সঞ্চয়নের কালপর্বে বুর্জোয়া শ্রেণী কৃষকদের সম্পত্তি ঢালাওভাবে বাজেয়াপ্ত করেছে কিংবা সমাজতান্ত্রিক বিপ্লবেরকালে প্রলেতারিয়েত শ্রেণী বুর্জোয়া শ্রেণীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। মুক্তিযুদ্ধের অব্যবহিত পরবর্তী সময়ে বাংলাদেশে এই দখলচ্যুতির ঘটনা ঘটেছে এবং রাষ্ট্রপক্ষ থেকে সে-টাকে জাতীয়করণ বলে অভিহিত করা হয়েছে। বর্তমানে এমন দখলচ্যুতি এমনকি এই দেশের আনাচে-কানাচে ঘটে চলেছে অহরহ। দখল হচ্ছে ঘরবাড়িসহ, রাস্তাঘাট, নদীনালা, চর, বনজঙ্গল এমনকি শহরের ফুটপাত পর্যন্ত। সুনামগঞ্জ শহরে ফুটপাত দখলের দেদার উদাহরণ আছে। সে-ব্যাপারে কীছু বলতে চাই না, সম্পাদকীয়র বহর বাড়বে। কিন্তু যে-টা বলতে চাই সে-টা হলো, কেবল শহরে নয় গ্রামে-গ্রামান্তরেও দখলচ্যুতির ঘটনা ঘটে চলেছে Ñ চোরা¯্রােতের মতোÑব্যতিক্রম দুয়েকটা বাদে সকল ঘটনা হয় তো প্রকাশ্যে আসছে না। অতিসম্প্রতি একটি দখলচ্যুতির ঘটনার কথা জানা গেছে। গত বৃহস্পতিবার (৩ নেভেম্বর ২০২২) দৈনিক সুনামকণ্ঠের একটি সংবাদ শিরোনাম ছিল, ‘বিশ্বম্ভরপুরে ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন’। সংবাদ বিবরণীতে বলা হয়েছে, ‘বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের দরিদ্র শুক্কুর আলী ও তার সমন্ধি আসাদ মিয়ার বসতভিটার ৮ শতক জায়গা প্রতিবেশী মোখলেছ মিয়া ও আব্দুল বারিক গং জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।’
বলা বাহুল্য এমন প্রকার দখলচ্যুতির ঘটনা সম্পত্তিতে ব্যক্তিমালিকানা বহাল থাকলে আর্থব্যবস্থার কাঠামোর অবিচ্ছেদ্য বৈশিষ্ট্যানুসারে অহরহই ঘটতে থাকবে। পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ না ঘটলে দখলচ্যুতির উচ্ছেদও ঘটবে না। তারপরেও সঙ্গত কারণেই এই সম্পাদকীয় দপ্তর মনে করে, প্রশাসন এই অন্যায় দখলচ্যুতির সুরাহা করতে পর্যাপ্ত আইনি ক্ষমতার অধিকারী এবং বিদগ্ধমহলের ধারণা এই যে, এইরূপ দখলচ্যুতির ঘটনার প্রেক্ষিতে দুর্বলের উপর সবলের এতাদৃশ অন্যায় অত্যচারের যথাযথ প্রতিকার প্রশাসনের হস্তক্ষেপ ব্যতীত সম্পন্ন হতে পারে না। তাই সাধারণ্যের প্রত্যাশা এই যে, উক্ত দখলচ্যুতির সুরাহা করতে শুক্কুর আলী ও আসাদ মিয়ার পক্ষে প্রশাসনের সুদৃষ্টি বর্ষিত হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com