স্টাফ রিপোর্টার ::
কমরেড প্রসূন কান্তি বরুণ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সাচনা বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎজ্যোতি চক্রবর্ত্তী। পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত উপসচিব মো. রইছ উদ্দিন।
সভায় কোরআন তেলাওয়াত পাঠ করেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ সভাপতি মো. আলী আমজাদ ও গীতা পাঠ করেন স্বপন পুরকায়স্থ। এতে স্বরচিত কবিতা পাঠ করেন জামালগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ শীল।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক অখিল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, খালিয়াজুরি উপজেলা কমিউনিস্ট পার্টির সহ সম্পাদক মোহন দেব রায়, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য্য শম্ভু, বরুণ রায় স্মৃতি পরিষদের পরিষদের সহ সভাপতি মো. আফতাব উদ্দিন, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সুজিত রঞ্জন দে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা খেলাঘর আসরের সভাপতি আলী আক্কাছ মুরাদ, স্মৃতি পরিষদের সহ সভাপতি আবু তাহের তালুকদার, জামালগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মহসিন কবির, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সাংবাদিক বিশ্বজিত রায়, তরুণ সমাজকর্মী সৈকত ঘোষ চৌধুরী, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. বিষ্ণুপদ সূত্রধর।
সভায় বক্তারা কমরেড বরুণ রায়ের আদর্শ জীবনাচরণ নিয়ে আলোচনা করেন। জামালগঞ্জে কমরেড বরুণ রায়ের স্মৃতি ভাস্কর্য্য নির্মাণের দাবি জানানো হয় সভায়।
সভা শেষে কেক কেটে কমরেড বরুণ রায়ের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।