জগন্নাথপুর প্রতিনিধি ::
আজ বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার শুধু ভোট গ্রহণের পালা। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৮৯টি কেন্দ্রে ইভিএমে একটানা ভোট গ্রহণ চলবে। ভোট প্রদানের মাধ্যমে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। কে হচ্ছেন, আগামী দিনের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। তা দেখার অপেক্ষায় রয়েছেন প্রবাসীসহ জগন্নাথপুর উপজেলাবাসী।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ সহ ৩টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আকমল হোসেন (নৌকা), সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান (মোটরসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়তে উলামায়ে মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও জাতীয় পার্টি পরিচিত যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা), উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ছালেহ আহমদ (চশমা), বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী (ফুটবল), রিনা বেগম (কলস) ও সেলিনা বেগম (হাঁস) প্রতীক নিয়ে লড়াই করছেন।