শাল্লা প্রতিনিধি ::
হাওর বাঁচাও আন্দোলন, শাল্লা উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে তৃতীয় বারের মতো সভাপতি হয়েছেন অধ্যাপক তরুণ কান্তি দাস ও সাধারণ স¤পাদক জয়ন্ত সেন। সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রামানন্দ দাশ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহালুল। তিনি বলেন, ২০১৭ সালে হাওরে ফসল ডুবির পর সংগঠনটি ব্যাপক আন্দোলন করেছিল। ঘেরাও করেছিল সুনামগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের অফিস। দুর্নীতির দায়ে বড় বড় রাঘব বোয়ালদের আমরা জেল খাটিয়ে ছিলাম। কৃষকদের পাশে তখন দাঁড়িয়ে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১৭ সালের ৩০এপ্রিল শাল্লায় এসেছিলেন। হাওরের বোরো ফসল রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই। ২০১৭ সালের পর থেকে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছে সরকার। এই সুযোগে পানি উন্ননয়ন বোর্ডের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বাঁধ নির্মাণ করা হচ্ছে নি¤œমানের। ফলে হাওরে কৃষকদের বোরোধান থাকে সব সময় ঝুঁকির মধ্যে। গত বোরো মৌসুমেও সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরের পিআইসি’র বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। বাঁধের কাজে অনিয়মকারীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, যাতে করে কৃষকরা তাদের ফসল নির্বিঘেœ গোলায় তুলতে পারেন। সম্মেলনে ৩ বছর মেয়াদি ৩১সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ইয়াকুব বখত বাহলুল।
সম্মেলনে অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম স¤পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক স¤পাদক শহীদ নূর। আরও বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার, বীর মুক্তিযোদ্ধা বলরাম দাশ, রবীন্দ্র চন্দ্র দাশ, সুধীর রঞ্জন সরকার, অবিনাশ চন্দ্র দাশ, নরেন্দ্র কুমার দাস, উপদেষ্টা আজমান গণি তালুকদার, যুগ্ম স¤পাদক ইয়াকুব আলম, সাংগঠনিক স¤পাদক সন্দীপন তালুকদার, ২নং হবিবপুর ইউপির আহ্বায়ক রথীন্দ্র চন্দ্র সরকার, ১নং আটগাঁও ইউপির সদস্য সচিব মতিউর রহমান, ৩নং বাহাড়া ইউপির সদস্য সচিব কৃষ্ণপদ সরকার ও ৪নং শাল্লা ইউপির আহ্বায়ক ওদুদ মিয়া। এরপূর্বে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।