স্টাফ রিপোর্টার ::
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাসদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সহসভাপতি জিতেশ গোপ, যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নুর হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে একটি সংকটময় সময় চলছে। এই সংকটময় মুহূর্তে আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার শক্তির ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রয়াস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সমস্ত রাজনৈতিক শক্তি এক কাতারে এসে দাঁড়াতে হবে। নতুবা বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের পরাজিত শক্তি রাজাকারদের হাতে চলে যাবে।
বক্তারা আরো বলেন, যারা আগুন সন্ত্রাস করে, মানুষের অধিকার কেড়ে নিতে চায়, যারা জনসমাবেশে বোমা হামলা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি আসুন, রাজনৈতিক মাঠে, মঞ্চে আমরা ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তুলি। যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রক্ষা হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করা হবে। যেখান থেকে মানুষের মুক্তির পথ তৈরি হবে।