স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি অবনী কান্ত দেবনাথ, সাধারণ স¤পাদক আমান উল্লাহ, গ্রাম পুলিশ সদস্য শুভাতুন নেছা, ইছাক আলী, সামছুন নুর মিয়া, ললিত কর, রফিকুল ইসলাম, আঞ্জব আলী, আফাজ উদ্দিন, গণেশ দাস, সজল দাস, জয়ধর পাল, লক্ষ্মী রানী রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় ১৯৭৫ সনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে স্ব-উদ্যোগে চাকরি জাতীয়করণের আদেশ প্রদান করেন। যা ১৯৭৬ ইং সনে স্মারক নং-এস/১/১ ইউ-৫/৭৬/১৮/১/(৬৬) তারিখ-১৭/০১/১৯৭৬ ইং সনে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ হতে প্রতিটি জেলায় প্রেরণ করা হয়। এই আদেশের আলোকে চাকরি জাতীয়করণের দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়া হয়।