স্টাফ রিপোর্টার :;
ছাতক-দোয়ারাবাজার সংযোগ স্থাপনকারী সুরমা সেতু মরমী সাধক দুর্বিন শাহ’র নামে নামকরণের দাবি ওঠেছে। এছাড়া ছাতক মুক্ত দিবসে সেতুটি উদ্বোধনের দাবি জানিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ২৯ অক্টোবরের পরিবর্তে উদ্বোধনের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে আগামী ৭ নভেম্বর। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের বিভিন্ন অঞ্চলের ১০০টি সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এদিকে নবনির্মিত সুরমা সেতু মরমি সাধক ‘দুর্বিন শাহ’র নামে নমকরণ করার দাবি জানিয়ে উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আগামী ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস। ১৯৭১ সালে বাঁশতলা (হক নগর) ৫ নম্বর সেক্টর হেড কোয়ার্টারের অধীনে মুক্তিবাহিনীর প্রচ- আক্রমণে পাকিস্তানি হানাদারমুক্ত হয় ছাতক। ঐতিহাসিক ৬ ডিসেম্বর সেতুটি উদ্বোধন হলে উৎসবমুখর পরিবেশে দিনটি যেমন পালিত হবে, ঠিক তেমনি দিবসটিও স্মরণীয় হয়ে থাকবে।
ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাসুম আহমদ সিদ্দিকী বলেন, দ্রুত সুরমা সেতুর আনুষঙ্গিক কাজ করা হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে কাজ শেষ হবে।