জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বখাটেদের হামলায় আহত স্কুলছাত্র মিজান মিয়ার (১৮) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকায় নাম তুলতে যান স্কুলছাত্র মিজান মিয়া। এ সময় নতুন কসবা গ্রামের কয়েকটি বখাটে ছেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। এতে প্রতিবাদ করেন স্কুলছাত্র মিজান। এ নিয়ে বাকবিত-ার একপর্যায়ে বখাটেরা মিজানের ওপর হামলা চালায়। এতে মিজান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আমরা মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।