সুনামকণ্ঠ ডেস্ক ::
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সুমন আহমেদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখ্ত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর থানার ওসি ইখতিয়ার আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সমাজের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং বর্তমান সময়ে ভালো কাজ করছে। এর ফলে পারিবারিক বিরোধ, সামাজিক অন্যায্যতাসহ নেতিবাচক কাজ হ্রাস পাচ্ছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তাহিরপুর :
তাহিরপুর থানায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তাহিরপুর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশের পূর্বে থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সভাপতিত্বে ও থানার এস আই নাজমুল ইসলাম সঞ্চালনায় পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, তাহিরপুর সার্কেল শাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর স¤পাদক রুকন উদ্দিন, যুবলীগ নেতা আবুল কাশেম, বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, জয় রায় প্রমুখ।
মধ্যনগর :
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মধ্যনগরে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মধ্যনগর থানা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মধ্যনগর থানা প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মধ্যনগর থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোবারক হোসেন তালুকদার, বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎকান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী প্রমুখ।
শান্তিগঞ্জ :
শান্তিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে থানা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। পরে থানা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপ পুলিশ পরিদর্শক তপন কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, আ.লীগ নেতা হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ জিসান রহমান নাবিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, সাবেক চেয়ারম্যান রফিক খান, শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি রিপন তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক নুরুল হক প্রমুখ।
দোয়ারাবাজার :
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দোয়ারাবাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোয়ারাবাজার থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ।
শাল্লা :
শাল্লায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে আলোচনা সভার আয়োজন করে শাল্লা থানা পুলিশ। শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও এসআই আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ।
জগন্নাথপুর :
জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ। এছাড়া র্যালিতে জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সেক্রেটারি আবদুল হান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিরাই :
দিরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে দিরাই থানার প্রধান ফটক থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ানের সভাপতিত্বে ও দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, মিফতা চৌধুরী, লিটন চন্দ্র দাস, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব মুজাহিদ সর্দার তালহা, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ স¤পাদক মুক্তার হোসেন।