শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজার পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের ৯০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের সভাপতি মঞ্জুর আলী, সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, কোষাধ্যক্ষ অজুদ মিয়া, সচেতন নাগরিক পরিষদের তাজ উদ্দিন, সামিজুল হক, আজমত শাহ প্রমুখ।