স্টাফ রিপোর্টার ::
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উদযাপনে বৃহ¯পতিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুল ও কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষকরা সমাবেশে মিলিত হন।
এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর দিলীপ কুমার মজুমদার, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস, অধ্যক্ষ (অব.) সৈয়দ মহিবুল ইসলাম, শিক্ষাবিদ মাসহুদুল হাসান বাচ্চু, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশহুদ চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, প্রধান শিক্ষক নমিতা সরকার, নাসরিন আক্তার খানম, শিক্ষক মো. হারুন, নেপাল চন্দ্র দাস, আবুল কালাম, দেবব্রত মজুমদার প্রমুখ।