জগন্নাথপুর প্রতিনিধি ::
দুর্নীতি বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশী নামের এক ব্যক্তির উদ্যোগে দেশের জেলা পর্যায়ে ৪২ ও উপজেলা পর্যায়ে ২৯২তম স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ২৯২তম স্মারকলিপি প্রদান করা হয়। স্বাধীনতার ৫০ বছর ধরে চলমান দুর্নীতির বিরুদ্ধে বদলে যাও বদলে দাও স্লোগানকে সামনে রেখে এই স্মারকলিপি প্রদান করেন হানিফ বাংলাদেশী। তিনি চলতি বছরের জুনে কক্সবাজারের টেকনাফ উপজেলা পর্যায় থেকে স্মারকলিপি প্রদান শুরু করেন। ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় শেষ করবেন ২০২৩ সালের জানুয়ারি মাসে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় গিয়ে।
হানিফ বাংলাদেশী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ বাঁচবে।