স্টাফ রিপোর্টার ::
জাল স্টাম্প ও কোর্ট ফি বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা মৃত আবুল কালামের পুত্র মো. শরিফ উদ্দিন (৪৭) ও আপ্তাবনগর এলাকার বাসিন্দা মৃত মতিন মিয়ার পুত্র সুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার আদালত এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় শরিফ উদ্দিনের কাছ থেকে ১১৮টি জাল কোর্ট ফি স্টাম্প ও ৫৬টি বিশেষ আঠালো স্টাম্প এবং সুবেল মিয়ার কাছ থেকে জাল কোর্ট ফি উদ্ধার করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহ¯পতিবার সকালে আদালত এলাকায় কোর্ট পুলিশের দু’টি টিম অভিযান চালায়। একটিতে নেতৃত্ব দেন এসআই (নি.) মো. আব্দুল বাতেন। তার সঙ্গে সঙ্গীয় ফোর্স ছিলেন সুব্রত দাস, আওলাদ হোসেন। এছাড়া অপর অভিযানে ছিলেন এসআই (নি.) রনেশ ভট্টাচার্য্য, এসআই (নি.) দিদার উল্লাহ, সঙ্গীয় ফোর্স আতাউর রহমান, হাবিবুর রহমান। সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শকের নির্দেশনায় বিশেষ অভিযানে আদালত চত্বরে জাল স্টাম্প ও কোর্টফি বিক্রিকালে শরিফ উদ্দিন ও সুবেল মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সুবেল মিয়া (৩০)-এর বিরুদ্ধে সুনামগঞ্জ কোর্টের সাধারণ ডায়েরি নং-২৪৮ রুজু করা হয়। এছাড়া সুনামগঞ্জ সদর থানায় সুবেল মিয়ার বিরুদ্ধে এবং শরিফ উদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় পৃথক এজাহার দায়ের পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামিদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।