স্টাফ রিপোর্টার ::
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির উদ্যোগে সুনামগঞ্জ পৌরএলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮শ পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী চাল, ডাল, তেল, চিরা, লবণ, চিনি, মুগডাল, ছোলা ইত্যাদি বিতরণ করা হচ্ছে। বন্যার পর থেকে এ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শহরের জামতলাস্থ জান্নাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তীর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা পরিষদ সদস্য মো. মনির উদ্দিন, প্যানেল মেয়র আহমেদ নুর, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর আলম ও পৌর কাউন্সিলর আবাবিল নূর, সামিনা চৌধুরী মনি। এসময় ওয়ার্ল্ড ভিশনের অপূর্ব চিসিম, উত্তম হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।