দিরাই প্রতিনিধি ::
দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বলেছেন, বরুণ রায় ছিলেন বাংলাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ। তাঁর মতো নির্লোভ নিরহংকার রাজনীতিবিদ আমাদের সমাজে খুঁজে পাওয়া দুষ্কর, দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা লক্ষণীয়। তিনি আজীবন সমাজের অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তাঁর এ আদর্শিক রাজনীতি আমাদেরকে আজীবন প্রেরণা যোগাবে। নতুন প্রজন্মের কাছে বরুণ রায়ের আদর্শিক রাজনীতি ও সেবামূলক কার্যক্রমের ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে কমরেড বরুণ রায়ের জীবনাদর্শ জানাতে হবে।
মঙ্গলবার দুপুরে বরুণ রায়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিরাই উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি লালবাঁশী দাসের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক প্রসান্ত সাগর দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, বরুণ রায় জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, সদস্য অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন । প্রধান আলোচক ছিলেন শিক্ষক রতি কান্ত দাস। বক্তব্য রাখেন শিক্ষক সুধাসিন্ধু দাশ রানা, নারায়ণ দাস দাস প্রমুখ।