স্টাফ রিপোর্টার ::
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা পালন করায় জামালগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ‘ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ’। গত ১১ জুলাই বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জামালগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয় ‘ফেনারবাঁক’কে।
গতকাল মঙ্গলবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের হাতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা ক্রেস্ট তোলে দেন জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ ভূমিকা পালন করায় এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এসময় ফেনারবাঁক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শ্রীকান্ত সরকার, বেহেলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈকত তালুকদার রানা, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়সহ পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাজল চন্দ্র তালুকদার গত ৫ জানুয়ারি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বাবা করুণাসিন্ধু তালুকদার একই পরিষদের সাত বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি জাতীয় পুরস্কার পান। এই পরিষদের সচিব অজিত কুমার রায়ও ইতোপূর্বে জেলা ও জাতীয় পুরস্কার পান।