স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে দু’দিনব্যাপী শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পড়–য়া ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন সুনামগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সৈয়দা মৌ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি শামস শামীম প্রমুখ।
গত ২৩ অক্টোবর সুনামকণ্ঠ কনফারেন্স হলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিন আহমদ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মাধ্যমিক স্কুলের ক্ষুদ্র নৃততাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থী, সরকারি বালিকা এতিমখানার শিক্ষার্থীসহ ২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইউনিসেফের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মশালাটি পরিচালনা করে।
সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আজ যারা সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তাদেরকে সাংবাদিক হতে হবে এমন কোন কথা নেই। গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের কারণে পরবর্তীতে বিভিন্ন পেশায় যারা যাবেন তারা কিভাবে সাংবাদিকদের হ্যান্ডলিং করবেন সেই জ্ঞানও কাজে লাগানো যাবে। তাছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগানোরও বড়ো সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, আজকের এই প্রশিক্ষণ তোমাদের অধিকার সচেতন করেছে। আশা করি তোমাদের সচেতনতা তোমাদের সমবয়সী বন্ধু-বান্ধবদের মধ্যেও ছড়িয়ে দিবে। এতে সুনাগরিক তৈরি হবে। মানুষ অধিকার সচেতন হলেই রাষ্ট্রের মঙ্গল।