স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১টার দিকে রাজানগর ইউনিয়নে চরনারচর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ভেসে আসা লাশ এক জেলের জালে আটকা পড়ে। নিহত শিশু সিগ্ধা দাশ (৯) শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের বিপ্রেশ চন্দ্র দাশের বড় মেয়ে।
এরআগে গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ¯িœগ্ধা অন্য শিশুদের নদীতে গোসল করতে দেখে তার ছোট বোনের সাথে পানিতে নামে যায়। এসময় সে নদীর ¯্রােতে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক বাড়ির এক মহিলা ¯িœগ্ধার ছোট বোন মনোশ্রীকে পানিতে দেখতে পেয়ে তাকে পাড়ে তুললেও ¯িœগ্ধাকে পাননি। বোন ডুবে গেছে বলে ওই মহিলাকে জানায় মনোশ্রী। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। অন্যদিকে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তার কোন সন্ধান পায়নি। পরবর্তীতে চরনারচর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ভেসে আসা ¯িœগ্ধার লাশ এক জেলের জালে আটকা পড়ে।
¯িœগ্ধা গত শনিবার মামার বিয়ে উপলক্ষে তার মায়ের সাথে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জটিচর গ্রামে বেড়াতে এসেছিল।