1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মুসল্লিদের বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক

  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ::
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সুনামগঞ্জ শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে মিলিত হন তৌহিদী জনতা। এসময় তারা মহানবীকে কটূক্তিকারী ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নেতা জিদ্দালের শাস্তির দাবিতে স্লোগান দেন। তারা ভারতীয় পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি জাতীয় সংসদ নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান।
ইমাম-মোয়াজ্জিন পরিষদের আহ্বানে বিক্ষুব্ধ লোকজন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বিশাল মিছিল সহকারে একাত্মতা প্রকাশ করে সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত।
জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল রকিব (বিশ্বম্ভরপুরী)’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুর বছির, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক স¤পাদক ও সুনামগঞ্জ জেলার সাধারণ স¤পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ নোমান ইচ্ছারচরী, যুগ্ম সাধারণ স¤পাদক মুফতি সিরাজুল ইসলাম ও যুব নেতা ইমদাদুল হক।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি সরকারের মুখপাত্র মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে বিশ্ব মুসলমানদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বব্যাপী বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করা হচ্ছে। মহানবীকে নিয়ে অপমানজনক বক্তব্য কেনো মুসলমান বরদাশত করতে পারে না। নেতৃবৃন্দ বলেন, শুধু নূপুর শর্মাকে বহিষ্কার নয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অবিলম্বে ভারতকে বিশ্ববাসীর সামনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষোভের বিস্ফোরণে ভারতের চরম পরিণতি অপেক্ষা করছে।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জমিয়তের সদস্য সচিব মাওলানা রুকন উদ্দিন, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক স¤পাদক হাফিজ তোহা হোসাইন, সদর উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন, সদর যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান মারুফ, সাধারণ স¤পাদক ইমদাদুর রহমান চৌধুরী, পৌর যুব জমিয়তের সভাপতি হাফিজ হেলাল আহমদ, সাধারণ স¤পাদক মাওলানা জুবায়ের আহমদ, ছাত্র জমিয়ত সদর উপজেলা সাংগঠনিক স¤পাদক মাওলানা জুবায়ের আহমদ, ছাত্র নেতা সুমন আহমদি প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com