দোয়ারাবাজার উপজেলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।
কর্মশালায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধিগণ।
কর্মশালায় মুক্তিযোদ্ধা, শিক্ষক/শিক্ষিকা, চিকিৎসক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন এনজিও সংস্থার ৪০ জন প্রতিনিধি অংশ নেন।
সভায় বক্তারা করোনার টিকা গ্রহণ, গুজব, অপপ্রচার, বন্যাকালীন সতর্কতা, নারী-শিশুদের অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও মানসিক স্বাস্থ্য, জন্মনিবন্ধন, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, গর্ভবতী মায়ের পরিচর্যা, শিশু পানিতে ডুবা প্রতিরোধ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, মাদকের অপব্যবহার, বাল্যবিবাহ, যৌতুক , নারীর ক্ষমতায়ন, ইভটিজিং ও ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক আলোচনা রাখেন। – সংবাদ বিজ্ঞপ্তি