স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জের সভাপতি ফৌজি আরা বেগম শাম্মীর সভাপতিত্বে ও জাকিয়া সুলতানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহানা রব্বানী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
উদ্বোধক হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গ্রাসরুটস-এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাসরুটস-এর নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, কলি তালুকদার আরতি, রূপালী সোম পম্পা, শিল্পী বেগম, তৃষ্ণা আক্তার রোশনা, শাহ মনোয়ারা আলম বন্যা প্রমুখ।