স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় সদর উপজেলা স্কাউটস ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে ও সদর উপজেলা স্কাউটসের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহীম বাবর, সদর উপজেলা স্কাউটস কমিশনার মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার ফেরদৌস, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম, স্কাউটস লিডার মো. সোহেল আলম প্রমুখ।
সাধারণ সভা শেষে সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইমরান শাহরীয়ারকে সভাপতি, কমিশনার নাসরিন আক্তার খানম, সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার ফেরদৌস ও কোষাধ্যক্ষ মো. আবুল কাশেমসহ সদর উপজেলা স্কাউটসের ৩৩ সদস্যবিশিষ্ট ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।