স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে সদর উপজেলার গোবিন্দপুর প্রিমিয়ার লীগ (জেপিএল) সিজন-২ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। গত বুধবার দুপুরে গোবিন্দপুর পূর্ব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। জেএমসিসি ক্রিকেট ক্লাব এই টুর্নামেন্টের আয়োজক।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান জামিল আনাস, নিসচা’র সভাপতি মোশাহিদ আলম মহিম। আরও উপস্থিত ছিলেন মনসুর আলম তালুকদার, হাজী নুরুল হক, আলাল মিয়া, দিলোয়ার হোসেন, সুহেল আহমদ, জুয়েল মিয়া, রুহেল আহমদ, সাখাওয়াত হোসেন, সাংবাদিক ফোয়াদ মনি প্রমুখ।
খেলা পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন মাহবুব মুন্না, মুহি, আশরাফ, রিবন, আলি হাসান,মাহি, পপলু, মেহেদি, সাগর, জাহাঙ্গীর, রাহি, রেজা, শুভরাজ, আরিফ, রুমেল, শান্ত প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ নৌশাদ সানরাইজ বনাম এলিভেন স্টার।