স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগ তুলে পরাজিত এক সদস্য প্রার্থীর লোকজনের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। এ সময় গ্রামের মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত চারজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টুকেরগাঁও গ্রামে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টুকেরগাঁও গ্রামটি বড়দল দক্ষিণ ইউপির ৯ নং ওয়ার্ডে পড়েছে। ভোটে এই ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন টাকাটুকিয়া গ্রামে মো. জহুর আলম। ভোট শেষে রাত ৯টার দিকে পরাজিত সদস্য প্রার্থী রসুলপুর গ্রামের আলাউদ্দিনের পক্ষের লোকজন টুকেরগাঁও গ্রামের সুকেশ বর্মণের বাড়িতে যান। এ সময় তারা ভোট না দেওয়ার অভিযোগ তুলে সুকেশ বর্মণকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা ওই পরিবারের লোকজনকে মারধর করেন। এতে সুকেশ বর্মণ (৪৫), তাঁর স্ত্রী কেলন রানী বর্মণ (৩৫), ছেলে শিপন বর্মণ (১৭) ও মেয়ে ঋতু বর্মণ (২৬) আহত হন।
ওই পরিবারের সদস্যরা বলেন, আলাউদ্দিনের লোকজন তাঁদের ভোট না দেওয়ার অভিযোগ তুলে বলে প্রথমে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করতে গিয়ে তাদের পরিবারের সদস্যরা হামলার শিকার হন। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখেন, বাড়ির পাশে থাকা মন্দিরের প্রতিমা ভাঙা।
টুকেরগাঁও কালি মন্দির কমিটির সভাপতি গোপাল বর্মণ বলেন, কে বা কারা আমাদের মন্দিরে রক্ষিত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে আমরা দেখিনি। তবে প্রশাসনের কাছে দাবি এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের ব্যাপারে আলাউদ্দিন বলেন, আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতেই এমন মিথ্যা অভিযোগ করছে। এ ঘটনার সাথে আমার কোন স¤পর্ক নেই। আমি এই ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।