স্টাফ রিপোর্টার ::
পারিবারিক কলহের জের ধরে বোন জামাইকে ঢিল ছুঁড়ে হত্যা করেছেন মোস্তফা মিয়া নামের এক ব্যক্তি। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোন জামাইয়ের মৃত্যু হয়। নিহত আমির হোসেন (৫৫) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের খাগুড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত রোববার বিকেলে আমির হোসেনের সঙ্গে তার স্ত্রী রেহেনা বেগমের ঝগড়া হয়। রেহেনা বিষয়টি পাশের বাড়িতে থাকা তার বড়ভাই মোস্তফা মিয়াকে জানান। এনিয়ে দুই পরিবারের লোকজন কলহে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মোস্তফা মিয়া তার বোনজামাই আমির হোসেনের দিকে ঢিল ছোঁড়েন। এতে আমির হোসেন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। অবস্থার অবনতি হতে থাকলে ওইদিন রাতেই আমির হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মারা যান।
সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।