তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজের সময় এস্কেভেটরের সঙ্গে থাকা ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২ টায় বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ধরুন গ্রামের আবুল কালামের পুত্র রাহাত মিয়া (৭)।
নিহত শিশুর চাচা জাকির হোসাইন জানান, দুপুর ২টায় বাড়ির সম্মুখে আমার ভাতিজা খেলতে যায়। এ সময় বাঁধ নির্মাণকাজে নিয়োজিত মাটি বহনকারী ট্রাক ভাতিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।