প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার)। গত ১৬ নভেম্বর যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ প্রবাসী সমিতি সুপ্রবাস উদ্যোগে লন্ডনের ডকল্যান্ডের আনন্দ রেস্টুরেন্টে তার সম্মানে এক মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের সুস্থ পরিবেশ বিরাজমান। বিদেশি বিনিয়োগকারীদের সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। তিনি বলেন, সুনামগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর। সেই স¤পদ আমরা কাজে লাগাতে পারি। দেশপ্রেমিক প্রবাসী বিত্তবানদের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।
সংগঠনের যুগ্ম সাধারণ স¤পাদক ড. আনিছুর রহমান আনিছ-এর সঞ্চালনায় সুপ্রবাসের সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই ও সুপ্রবাসের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক। মুফতি লুতফুর রহমানের কোরআন তেলাওতের মাধ্যমে সভার সূচনা হয়। মতবিনিময় সভায় করোনায় সদ্য প্রয়াত সুনামগঞ্জ সমিতি ঢাকা’র সাধারণ স¤পাদক ও সাবেক মহিলা এমপি শাহানা রব্বানীর বড় মেয়ে প্রয়াত ভাষা রেহনুমার আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহবাব হুসেন, ¯িপকার টাওয়ার হেমলেটস কাউন্সিল। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক আজহারুল ইসলাম শিপার, সাবেক ভিপি সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদ ও সাবেক সাধারণ স¤পাদক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ, টাওার হেমলেটস-এর ডেপুটি ¯িপকার কাউন্সিলর জেনেথ রহমান, নিউহামের ডেপুটি ¯িপকার কাউন্সিলর মমতাজ খানম, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন,ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সুপ্রবাসের সহ-সভাপতি শফিক আহমেদ, সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইকবাল হুসেন, কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর রোয়াব উদ্দিন,স ুপ্রবাসের সহ-সাভাপতি বাবুল তালুকদার, সাবেক সার্কেল অফিসার (ওসি) আহবাব মিয়া, মুফতি লুতফুর রহমান, কমিউনিটি সংগঠক মুহাম্মাদ নাসির উদ্দিন, লন্ডন আওয়ামী লীগের ইকবাল হুসেন, দেলওয়ার হুসেন, মজির উদ্দিন, এমএ রউফ, শহিদুল হক, মইজ উদ্দিন, সাজু আহমেদ, সুজাউল হক, সফির উদ্দিন দেলওয়ার হুসেন হীরা (লন্ডন যুবলীগ), নার্গিস খান, সাহেদা বেগম মিনা, সাব্রিনা আমির পিংকি, সখি বেগম প্রমুখ।
উল্লেখ্য এমপি শামীমা শাহরিয়ার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জলবায়ু সম্মেলনে যোগ দিতে এক সংক্ষিপ্ত সফরে ইংল্যান্ড যান। বুধবার ১৭ নভেম্বর তিনি দেশের উদ্দেশ্যে যাত্রা করেন। – সংবাদ বিজ্ঞপ্তি