স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সুনামগঞ্জ জেলা কৃষক দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী আকুল আলী, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, বিএনপি নেতা ডা. শামস উদ্দিন। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের নেতা আসাব আলী চৌধুরী, রমজান আলী, নজরুল ইসলাম শিকদার, আব্দুল মান্নান মেম্বার, সফিকুল ইসলাম, বাদল মিয়া, সামায়ূন মেম্বার, তাবারক হোসেন, হাবু মিয়া, মো. শরীফ উদ্দিন, জিয়াউর রহমান আখঞ্জি, আব্দুস সালাম মেম্বার, আল আমিন, আবুল কালাম, শাহজাহান মিয়া, রাশীদ মাস্টার, মো. কালন মিয়া প্রমুখ।