ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশায় দুর্গাপূজা উপলক্ষে নিম্ন আয়ের সনাতন ধর্মাবলম্বী ১৬জন নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও ক্ষৌরকার সংঘের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে এসব বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ শ্রীশ্রী কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, উপজেলা ক্ষৌরকার সংঘের আহ্বায়ক সুরঞ্জিত চন্দ্র শীল, সদস্য সচিব অসীম চন্দ্র শীল, বৈদিক সামাজিক সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকার প্রমুখ।