স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার আনসার ও ভিডিপি’র অধীনে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংঘ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ দিনের প্রশিক্ষণে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, সদর থানা অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল ওয়াহাব, কলিম শাহ বাউল সংঘের উপদেষ্টা আব্দুল হান্নান প্রমুখ। উল্লেখ্য, এই প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।