স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্তে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বুধবার দুপুরে তিনি ঢলে ক্ষতিগ্রস্ত চাঁনপুর, রজনী লাইনসহ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি এই বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে জানান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, ভাইস চেয়ারম্যান রিয়াজ খন্দকার লিটন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রউজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।