স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে শহরের উকিলপাড়াস্থ সংঘের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার হাবিবুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি প্রফেসর দিলীপ কুমার মজুমদার, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সংঘের সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ আহমদ, সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম কিবরিয়া, ডা. মোর্শেদ আলম, সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, মো. নুরুল ইসলাম গাজী, মো. তাজ উদ্দিন, মো. নুরুল আমিন, মো. আব্দুল কাদির, আব্দুল হেকিম চৌধুরী, মনোওয়ার আলী বেগ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, মো. রশিদ আহমদ, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা প্রবীণদের জন্য হাসপাতাল, ব্যাংকসহ বিভিন্ন সেক্টরে পৃথক সুযোগ-সুবিধা চালু করার জন্য জেলা প্রশাসক সুনামগঞ্জসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।