আমার বাংলাদেশ (এবি) পার্টি সিলেটের সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা গত শনিবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরীর সমন্বয়ক ওমর ফারুকের সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েছ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক এ.এফ.এম সোলায়মান চৌধুরী বলেন, বাংলাদেশ আমাদের দেশ, এ দেশে আমাদের জন্ম। আর জন্মভূমিকে ভালোবাসা ঈমানি দায়িত্ব। এবি পার্টি চায় সকলের মধ্যে সেই দেশপ্রেম জাগরুক হোক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সমুন্নত হোক। আর এর মাধ্যমে কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। আর এই কাজে সবার আগে এবি পার্টির একজন সদস্য হিসেবে আপনাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আমাদের দেশে সতেরো কোটি মানুষ। যার হাত হয়েই আসুক একটা সুন্দর সিস্টেম আমাদের প্রয়োজন। বাংলাদেশের নিয়ম ভাঙা মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ভিনদেশে গিয়ে নিয়মের কারণে, আইনের প্রয়োগকে মেনে- ভয় করে ভাল হয়ে যায়, সুশীল আচরণ করে। কাজেই ব্যক্তিকে, গোষ্ঠীকে সারাক্ষণ গালমন্দ না করে সমস্যা চিহ্নিত করে সমাধানকল্পে একটা বেটার পদ্ধতির দিকে সবাইকে আহ্বান করা সময়ের দাবি। পরস্পরকে সারাবছর ধরে দোষারোপ করা যাবে কিন্তু এই দাসপ্রথা থেকে বের হওয়া যাবে না। সব দেশপ্রেমিক ব্যক্তি সব দলে ছড়িয়ে আছেন যাদের ঐক্যবদ্ধ করা খুব জরুরি। সকল দেশপ্রেমিক জনগণকে সমৃদ্ধ দেশ গড়তে এক হওয়ার বিকল্প নেই। হিংসা বিদ্বেষ ঘৃণা পরশ্রীকাতরতার চর্চা না করে ভালোবাসা ও শ্রদ্ধার চর্চা করা সময়ের দাবি।
সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক মো. আলতাফ হোসাইন, সিলেট জেলা আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও সাউথ আফ্রিকার সমন্বয়ক মিসবাহ মন্জুর, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আরিফুল হক ইদ্রিস, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন, সহকারী সদস্য সচিব আহমেদ খলিল তাপাদার, মাওলানা আবুল কালাম মুন্না, আনছার আলী, যুববিভাগ জেলা সমন্বয়ক সাহেদ আহমেদ চৌধুরী, মহানগর যুববিভাগের সমন্বয়ক তানজিল নাফি, মহানগর সমন্বয় কমিটির সদস্য রেজাউল করিম সুয়েব, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম, সঞ্জব আলী সাকিব, রুমান আহমেদ, মুজাম্মেল হোসাইন প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি