স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে হ্যান্ড ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর এক আরোহী আহত হয়েছেন। বৃহ¯পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাদাঘাট-বড়ছড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুছ মিয়া (২১) উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনীলাইন গ্রামের জয়নাল মিয়ার ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহী তারেক আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই আরোহী বাদাঘাট বাজার থেকে মোটরসাইকেল করে বাদাঘাট-বড়ছড়া সড়ক দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে মোটরসাইকেলটি শিমুলবাগান সংলগ্ন মানিগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ইট বোঝাই হ্যান্ড ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসেন। তাদের মধ্যে থেকে কুদ্দুছ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে। পরে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রলি ও মোটরসাইকেলটি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।