তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলায় আর্থিক এবং ব্যাবসায়ী সেবা প্রদানকারী ও উৎপাদক দলের সদস্যদের সাথে সংযোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) রিকল প্রকল্প -২০২১ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার উদ্দেশ্য উৎপাদক দল, সেবাদানকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পরামর্শ, উপকরণ সহায়তাসহ অন্যান্য সহায়তা পাওয়ার সংযোগ তৈরি হওয়ায় উৎপাদক দল তাদের ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ফলে আর্থিকভাবে লাভবান হবে।
সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষি কমকর্তা হাসান উদ দৌলা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল গফুর, কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুব আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল রায়, আমার বাড়ি আমার কর্মকর্তা মনোলাল রায়, রিকল প্রকল্প স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কল্যাণ রুমা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আবুল কাশেম, রিকল প্রকল্প মাঠ সহায়ক অরবিন্দ দাস, সেলিনা আক্তার প্রমুখ।