তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি উপজেলা সদরের থানা ভবন হতে ভাটি তাহিরপুর গ্রামের ত্রিমুখী রাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার পুননির্মাণ ও প্রশস্তকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় তাহিরপুর থানা হতে ভাটি তাহিরপুর গ্রামের টাঙ্গুয়া হোটেলের পেছনের ত্রিমুখ পর্যন্ত রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল বলেন, তাহিরপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ কাজে সকলের সাহায্য সহযোগিতা কামনা করি।