স্টাফ রিপোর্টার ::
জাতীয় পত্রিকা দৈনিক আলোড়ন-এর সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আলোড়ন পত্রিকার জেলা প্রতিনিধি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আলোড়ন পত্রিকার প্রকাশক সিরাজুল মনির। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক শহীদ নুরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র ও দৈনিক আলোড়ন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান এম সাইফুর রহমান তালুকদার।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকিয়া সুলতানা মণি। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দৈনিক আলোড়ন পত্রিকার সুনামগঞ্জ জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ।