তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার কাউকান্দি উচ্চ বিদ্যালয় কোনো কারণ ছাড়াই তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ফলে সোমবার সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পাঠদান করতে এসে বিদ্যালয় তালাবদ্ধ থাকায় বাড়ি ফিরে যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ঘোষণা বা সরকারি বন্ধ ঘোষণা না থাকলেও বিদ্যালয় তালাবদ্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের ছাত্র অভিভাবকগণ।
সোমবার বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১টা অবধি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের দরজা তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এ সময় পাঠদানে আসা ছাত্রছাত্রীদের ফিরে যেতে দেখা গেছে।
কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বন্ধের ব্যাপারে প্রশ্ন করা হলে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র জানান, স্যার আমাদেরকে বিদ্যালয় বন্ধ থাকার কথা বলেননি, তাই আজ আমরা বিদ্যালয়ে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছি।
কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম বলেন, আমি কোন ছাত্র বা ছাত্রীদের বন্ধের নোটিশ দেইনি সহকারী শিক্ষকগণ বন্ধের ঘোষণা করেছেন। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ থাকার সরকারি কোনো ঘোষণা নেই। উপজেলার সবগুলো মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা আছে। তবে কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের বন্ধের বিষয়টি শুনেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, শিক্ষকরা কেন ব্যক্তিগতভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা করলেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।