শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে এক কিশোরীকে (২২)কে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে সোহাগ মিয়া (২৮) নামে যুবকের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। অভিযুক্ত সোহাগ মিয়া শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া(নোয়াগাঁও) গ্রামের নুর উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক আবু বকর বাকী বলেন, অভিযোগের ভিত্তিতে সোহাগ মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।