সংবাদদাতা ::
মধ্যনগরে আগামী ১১ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান এমপি’র আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান সফল করে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আ.লীগ কার্যালয়ে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন যুব পরিষদ এই সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম খান রনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সাগর, সহ-সভাপতি মো. মবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।