স্টাফ রিপোর্টার ::
মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষী সম্মাননা-২০২১ পেয়েছেন আব্দুর রহিম। তিনি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ তিনি বাণিজ্যিকভাবে মৎস্যচাষ করে আসছেন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুনন্নবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার প্রমুখ।
উল্লেখ্য, একই ক্যাটাগরিতে আব্দুর রহিমসহ জেলার তিনজন মৎস্যচাষীকে এ সম্মাননা প্রদান করা হয়।