সংবাদদাতা ::
মধ্যনগর উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে সদর বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। অভিযানে নকল বিড়ি, নিষিদ্ধ পলিথিন, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী ও অবৈধ জিনসিং সিরাপ জব্দ করে পুড়ানো হয়েছে। এছাড়া জিনসিং সিরাপ বিক্রির জন্য রাখার কারণে সংশ্লিষ্ট বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বলেন, নকল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।