স্টাফ রিপোর্টার ::
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে নিম্নআয়ের মানুষজনের মধ্যে এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের কালিবাড়ি হতে শুরু করে আলফাত স্কয়ার, মধ্যবাজার, পশ্চিম বাজার ও পৌরবিপণীতে এ সমস্ত মাস্ক বিতরণ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, বিপ্রেশ রায় বাপ্পি, পৌর জন্মাষ্টমী পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক সন্তো রায়, চন্দন রায়, বলাই এষ, মঙ্গল রায়, নবেন্দু তালুকদার, অমর দাস, অরুণ তালুকদার, কলি তালুকদার আরতি, সীমা খাসনবিশ, নীলিমা রায় প্রমুখ।